Main Logo
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৩ ০৯:৩৮

আজকের ছড়া/কবিতা

ঘুরছি মিছে

বেলায়েত হোসেন

ঘুরছি মিছে
পথের ধারে পথ হারিয়ে 
ভাবছি বসে একা
সুখের পিছে ঘুরছি মিছে
হয়নি কভু দেখা।
 
আশার পালে হাল ধরেছি
কাটবে সুখে দিন
দুখের দামে কিনে ছামান
শুধবো যতো ঋণ।
 
নদী যেমন  চলছে বয়ে
আপন ধারা মতে
জীবনচাকা ঘুরছে সদা
ঋতুবায়ুর রথে।
 
উজান বাণে নায়ের পালে
বইছে যতো বাও
বায়ের তালে মিল হলো না
পার পেলো না নাও।
 
অধিক বাণে স্রোতের টানে 
জাগলো বুকে চর
সেই চরেতে বসত করি
বেঁধে দুখের ঘর।
উপরে