আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩ ১২:২৬
আজকের ছড়া/কবিতা
খেয়াঘাটের মাঝি
মোঃ আবু রায়হান
নদীর ঘাটে নৌকা নিয়ে
একলা বসে রই
একটি বার আসলে তুমি
মনের কথা কই।
নাওয়ে বসে উপুড় হয়ে
হাতটি জলে ধরো
মন তখন বলে আমায়
জলে ডুবিয়া মরো।
জলের মাঝে তোমার ছবি
চোখেতে চোখ পড়ে
মাথার 'পরে মেঘের ছায়া
আঁচল মেলে ধরে।
দমকা বায়ু সামাল দিতে
জড়িয়ে কেন ধরো
খেয়া ঘাটের দুঃখী মাঝি
আমায় ক্ষমা করো।