আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩ ০৯:৪৮
আজকের ছড়া/কবিতা
নাক
মো. রফিকুল ইসলাম সুফিয়ান
সব ব্যাপারেই 'নাক' গলানো
স্বভাব নাকি তার,
সকল কাজের মহাকাজী
বলবো কী সে আর!
হতেই পারেন মস্ত-কাজের কাজী
মানতে আছি রাজি।
কিন্তু বড়ো খটকা নাকের বেলায়...
'নাক' গলিয়ে 'নাক' হারাবেন
শুধুই হেলাফেলায়?
'নাক' গলালে 'নাক' হারাবে
বিশ্রী ব্যাপার বটে,
সত্যি যদি ঘটে।
গলে যাওয়া 'নাকটা' দেখার
ইচ্ছে ছিলো বড়ো,
গেলাম সেদিন হয়েই জড়োসড়ো।
কিন্তু সেকি, অবাক আমি!
চিত্ত দিলো নাড়া,
চেয়ে দেখি 'নাকখানা' তার
দিব্যি আছে খাড়া।