আপডেট : ২১ নভেম্বর, ২০২৩ ০৯:৩৪
আজকের ছড়া/কবিতা
স্বপ্ন
ফজলুল হক পরাগ
এই শহরে থাকবে বাড়ি, বাগানঘেরা
ব্যালকনিতে নাচবে বাতাস
রাত্রি যখন দুপুর
সেই বাতাসে দুলবে আমার পর্দাগুলো
বাজবে বাঁশি রিনিঝিনি
শুকনো পাতার নূপুর।
চাঁদের আলোয় ভেসে গেলে বন বনানী
চুপিচুপি ছাদের ঘরে
জাগবো আমি একা
খাঁচার ভেতর ময়না পাখি,পোষে রাখি
অযত্নে আর অবহেলায়
হয়নি তারে দেখা।
কিন্তু হঠাৎ ঝড়ের বেগে বাতাস এলো
কাঁপলো শহর, কাঁপলো মাটি
পড়লো মনে মা কে
শুয়ে শুয়ে আকাশ দেখি, মস্ত আকাশ
ঘুমের ঘোরে ঢুলুঢুলু
বস্তি ঘরের ফাঁকে।
তুলোর মতোন উড়লো চালা, বস্তিবাড়ি
গোঙানি আর আহাজারি
স্বপ্ন গেল উড়ে
ডানা ভাঙা পাখির মতোন পাখনা মেলে
ঝড়ের সাথে পাল্লা দিয়ে
যাচ্ছি অনেক দূরে।