আপডেট : ২৫ নভেম্বর, ২০২৩ ০৯:২৮
আজকের ছড়া/কবিতা
ছায়া
আলম মাহবুব
ছায়ারা ভাঙে না, রোদ মাখা বৃষ্টিতে শুধু ভিজে যায়
অসমাপ্ত প্রিয় গল্পে ঘুমায় দূরের শহর
বিষণ্ন পাহাড়ের লেজে লেপ্টে থাকে নতুন লেখা।
কোথাও তার ছায়া নেই, পথ ছিঁড়ে গেছে স্বপ্নের মিনারে
কষ্টের দীর্ঘশ্বাসে তোমাকে ফিল করি খুব
তুমি তো স্মৃতির ছায়ায় ঢেউ তোলা জীবনের গান।
দরজার আঙটায় তালা- হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে যায়,
দূরে কোথাও ছায়া সঙ্গীত
শিল্পীত অনুশীলনে নর্তকীর উদাম উরু ঝড় ওঠায় অন্দ্ধকারের টেবিলে শ্যাম্পেনের হুল্লোড়ে
বন্ধ দরজার তালায় বৃষ্টি আসুক অপেক্ষার ছায়া ভিজিয়ে
অলস প্রহরে তুমি আবার ডেকে নিও স্বপ্ন ছায়ায়।