আপডেট : ২৭ নভেম্বর, ২০২৩ ০৯:০৭
আজকের ছড়া/কবিতা
মন্দ লোক অন্ধ লোক
বিল্লাল মাহমুদ মানিক
বিল্লাল মাহমুদ মানিক
যে জন তোমায় মন্দ বলে
যে জন তোমায় অন্ধ বলে
সে জন নিজেই মন্দ লোক
সে জন নিজেই অন্ধ লোক।
যে জন তোমার ভুলকে ধরে
যে জন তোমার চুলকে ধরে
সে জন নিজেই ভুল করে
সে জন নিজের চুল ধরে।
যে জন বলে তুমি ভীষণ ঝগড়াটে
যে জন তোমার অকারণেই রগ কাটে
সে জন নিজেই ঝগড়াটেে
সে জন নিজের রগ কাটে।
যে জন তোমায় পাপী বলে
যে জন তোমায় ভাব-ই বলে
সে জন নিজেই পাপ করে
সে জন নিজেই ভাব ধরে।
যে জন তোমার ভালো কাজেও খুঁত খুঁজে
যে জন তোমার ভালো দেখেও চোখ বুঁজে
সে জন নিজে করে না ভাই ভালো কাজ
সে জনের তাই নাই যে কোনো চক্ষুলাজ।।