Main Logo
আপডেট : ৪ ডিসেম্বর, ২০২৩ ১০:২৫

আজকের ছড়া/কবিতা

একটি অদৃশ্য ছায়া

সাব্বির রেজা


একটি অদৃশ্য ছায়া

দীর্ঘ শূন্যতা শেষে,
হঠাৎ একটি ছায়া এসে দাঁড়িয়ে ছিলো লোকটার পাশে-
ছায়াও ভুল বুঝে-কালিসাঁঝে 
দূরে চলে যাচ্ছে অবশেষ...

প্রাজ্ঞজনে কয়,
দু:খ-কষ্টেরও ছায়া নাকি হয় 
আনন্দও ছায়া হয়ে মাঝে মাঝে দাঁড়ায় পাশে 
কষ্টেরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসে 

আনন্দও অকারণে ছেড়ে দিলে হাত 
আলোকিত দুপুরেও নেমে আসে 
অন্ধের চোখের মতো রাত...!

অবশেষে  ছায়াও সরতে সরতে চলে যাচ্ছে দূরে 
একবারও ছায়া তাকালো না ঘুরে...

উপরে