Main Logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০২৩ ১০:১৫

আজকের ছড়া/কবিতা

অসমাপ্ত

পারভেজ শিহাব

অসমাপ্ত
পারভেজ শিহাব

ভুল ব্যাখ্যায় জীবনের মানে খুঁজতে গিয়ে
স্বপ্ন যদি হারায় অতল গহ্বরে 
নিজেকে সামলে নেয়ার জন্যে
এক টুকরো বিশ্বাস রেখো। 

হাত বাড়িয়ে রেখেছি
মুখোমুখি বসবার আসন রেখেছি ফাঁকা। 
ধোঁয়াটে নিকোটিনের বন্ধুত্বে
মনে হয় বেঁচে আছি সহস্র বছর ধরে।  
শুধুই তুমি নেই!
 
ভিন্ন পথের পথিক হলেও একই আকাশের নীচে
এমন সান্ত্বনায় ময়ূরের মতো নাচি, 
আছি তো, দিব্যি বেঁচে আছি 
আর এখনও স্মৃতি খুঁজি 
চেনাপথ চেনা অলিগলি ধরে। 

জানি না বিপিনের চা তোমাকে এখন টানে কি না!
টানে কি না ব্রীজমোড়ের মালাই চা। 
ও...তোমার তো আবার মালাই আটকে থাকে কাপে। 
মনে পড়ে? 
না কি সব গেছে! যেমন করে গেছে আমার সুখ 
আমার ইচ্ছে, আমার আবাদী চাষের জমি।

উপরে