আপডেট : ৮ ডিসেম্বর, ২০২৩ ০৯:১৬
আজকের ছড়া/কবিতা
মনের সাবমেরিন
মৌমিতা মৌ
মৌমিতা মৌ
আমি পুরো জীবদ্দশায়
দূর থেকে দূর-গগনে উড়ে চলা
এক বিহঙ্গ ছিলাম।
হৃদয়ের সমস্ত শিরায় উপশিরায়
আষ্টেপৃষ্ঠে সর্বক্ষণ জড়িয়ে থেকেও
আমার নাম হয়েছিলো-পরগাছা।
আমি বারবারই গিয়েছি ছুটে
সেই মন-মাঝির কাছে
কিন্তু অজানায় ডুবে যাওয়া হয়নি আজও।
আমি পাওয়ার আশায়
ঝঙ্কার উঠিয়েছি বহুবার,
তছনছ করেছি সৃষ্টির অবয়ব।
আমি নীরব থেকেছি,
গভীর কোনো বনে শান্ত ঝিঁঝিঁর সুরের মতো।
আমি কাঙাল হয়েছি-
দূর অধরা কোন দেশে হারিয়েছি মনের সাবমেরিন।
আবার কি দেখা মিলবে আমার?
অভিযাত্রিক কোন নাবিকের পারদের সূত্র ধরে
থেঁতলে যাওয়া খণ্ডিত লাশের অস্তিত্বে!