Main Logo
আপডেট : ৯ ডিসেম্বর, ২০২৩ ০৯:৫৯

আজকের ছড়া/কবিতা

গুয়ের্নিকা

রঞ্জিত সরকার

গুয়ের্নিকা
রঞ্জিত সরকার

( শিল্পকলার উদ্দেশ্য হচ্ছে আত্মা থেকে দৈনন্দিন জীবনের ধুলা দূর করা -পিকাসো)

অনেক জমেছে ধুলো
আমার আত্মায় 
হে প্রিয় পাবলো পিকাসো
অনেক ময়লা জমা ফুসফুসের 
কন্দরে কন্দরে
অগ্নিগর্ভ মেঘ
পলিমাটি উধাও
নদীরা হারিয়ে যায় তুমুল ধুলায়। 

দেয়ালে দেয়াল, মানুষে মানুষে এতো 
দেয়াল তোলা! ঢেকে যায় আকাশের
সুনীল সুষমা
নিসর্গ,  শুশ্রূষাসদন পোয়াতি মেঘেরা 
নির্বাসনে যায় 
মরমি মানুষের বড়ই আকাল এখন
অনেক তো হলো
কতো কতো গুয়ের্নিকা পুড়ে পুড়ে
ভস্ম হয়ে যায় 
তাবৎ পৃথিবীর মানচিত্র জুড়ে, 
কৃষ্ণগহ্বরের  অতল অন্ধকারে
শান্তি চালান হয়ে যায়
রক্তাক্ত ক্রশবিদ্ধ একালের যীশু - প্যালেস্টাইনের পারিজাত শিশু, 
তমসায় আচ্ছন্ন বেথেলহাম। 
শান্তি আসুক আফ্রিকায় 
শান্তি আসুক ল্যাটিনে এশিয়ায় 
শান্তি নামুক পৃথিবী জোড়া।

উপরে