আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১১:০৯
আজকের ছড়া/কবিতা
মোহগ্রস্ত
সুরঞ্জিত বাড়ই
হেমন্ত শেষে এই বিরান মাঠের দিকে
চোখ রেখে বলি
এভাবেই দিন চলে যায়, সময় গড়ায়ে নামে বিকেল
এইতো সেদিন কচি ধানের চারা যেন বা কিশোরী কোমলতা, তারপর বয়েসি দেহ বাতাসে দোলায়ে
ডেকেছো কতো মধুময় গানে
দিগন্তজোড়া এমন ফসলের ঘ্রাণে মোহগ্রস্ত প্রেমিক আমি, পল্লীকুটিরে খুঁজি জীবনের আশ
শূন্য মাঠের দিকে কারো চলে যাওয়া দেখি
উড়ায়ে আঁচল
ভালোবাসবে বলে এমন শীত রাতেও করি ভ্রমণ
কত দূর আর কত দূর বসন্তের আগমন!