Main Logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৩ ১০:২২

আজকের ছড়া/কবিতা

ফানুস

সু শা ন্ত হা ল দা র

ফানুস
সু শা ন্ত হা ল দা র

তোমার সাথে যদি আর দেখা না হয় 
বিকেল গড়িয়ে যদি সন্ধে হয় 
যদি বেঁকে বসে নদী ,পারাপার ব্যর্থ হয় 
তবে মনে রেখো
অগ্নিগর্ভে লৌহদণ্ড হাতে প্রহরায় উন্মত্ত ছিলাম

তোমার সাথে যদি আর দেখা না হয় 
মনপোড়া জমিন যদি তীব্র ক্ষিপ্ত হয় 
যদি ক্লোরোফিল শূন্য পাতা আবার বিপ্লবী হয়
তবে মনে রেখো 
সুরার সুর থেকে ভেসে আসা বুদ্ বুদ্ ছিলাম

তোমার সাথে যদি আর দেখা না হয়
অতিকায় পাহাড় যদি সমতল ভূমি হয়
যদি সবুজ লনে হেঁটে হেঁটে পথ আমার দীর্ঘ হয়
তবে মনে রেখো
ধূমকেতু ফানুসে জ্যোতির্ময় এক আলোর ছটা ছিলাম !

উপরে