আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৩ ১০:৩৬
আজকের ছড়া/কবিতা
নষ্টালজিক
মোঃ শাহজাহান শাজু
মোঃ শাহজাহান শাজু
জানিনাতো তোমার ফাগুন কারে চায়
জানিনাতো বিরহ কেন আমায় কাঁদায়?
আমিই যদিই যাই গো আগে-ভাগে
তুমি দেখো শেষ বেলারই অস্তরাগে
সূর্য ডুবার কালে,রঙিন স্বপন আঁকে
এমনিই জীবন তিতাস নদীর বাঁকে।
কেমন আশার আলোর ঝালর বাতি
তারার ফাঁকে আমার আঁধার রাতি।
শেষ কথা তো লেনা-দেনার মাঝে
পাখিরা সব নীড়েই ফেরে সাঁঝে।
এমনি করেই মাটির কলসি যেমন
ভাঙলে তো লয়না জোড়া তেমন।
কয়লা দিয়ে সোনার গয়না রাঙায়
তপ্ত আগুন লোহার হৃদয় ভাঙায়।
স্বপ্ন তবু সত্যি হবে, ভাবের রাজ্য গড়ে
তোমার আমার নীড় তো ভাঙে ঝড়ে।
তবু থাকি যত দূরেই, অস্তপাড়েই আমি
তোমায় ভাবি, সুখেই কাটে দিবসযামী।