আপডেট : ২১ ডিসেম্বর, ২০২৩ ০৯:৫৩
আজকের ছড়া/কবিতা
ফেইসবুক নেশা
মুহাম্মাদ শহীদুল ইসলাম ফকির

মুহাম্মাদ শহীদুল ইসলাম ফকির
আমরা মানুষ ভুলতো হবেই
শোধরাবো না কেন?
ভুলগুলো আজ ভুল ভাবি না
নেশায় মত্ত যেন।
হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে
কিংবা আছে ইমু,
কিসের নেশায় কোন কারণে
পর্দা খুলে দিমু।
মানুষ কেন ভালো জিনিস
লাগায় মন্দ কাজে,
অবশেষে লুকায় কেন
ঘোমটা পরে লাজে৷
কেন এত মাখামাখি
না হয় যদি পেশা,
আপন মানুষ ঠেলছে দূরে
ফেইসবুকের এই নেশা।