Main Logo
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৩ ১০:২৪

আজকের ছড়া/কবিতা

ঝরা পাতাদের গান

সুবর্ণা দাশ মুনমুন

ঝরা পাতাদের গান

ব্যালকনি ধরে দুপুরের আনাগোনা
কখনো দুচোখ ধরে আসে ভাতঘুমে
কিছু ফিসফিস, আলগোছে কানশোনা
পাতার ফড়িং রোদ্রের ঠোঁট চুমে।

আমার বুকের বাঁ পাশে থাকা হাড়ে 
চিনচিনে ব্যাথা, বুঝলিনা কিছু ছাই!
গোধূলি জড়ানো বিকেলগুলোর মত
ভোকাট্টা ঘুড়ি একলা একা নাটাই।

সন্ধ্যেগুলোর ভীষণ বেহায়া মন
কে বলেছে বল নামতে অন্ধকারে?
লক্ষীপেঁচার বুক ভরা জ্বালাতন
জোনাকিরা হাসে ভালোবাসার আবদারে।

আজ নয় থাক ঝরা পাতাদের গান
রাত কেটে যাক বকুল ফোটার সুখে
তার কিছু ঘ্রাণ পকেটে রাখিস তোর
কিছুটা না হয় লুটে নিক দুর্মুখে।

উপরে