Main Logo
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২৩ ১০:২৪

আজকের ছড়া/কবিতা

শব্দকথা

তাছাদ্দুক হোসেন

শব্দকথা
তাছাদ্দুক হোসেন

ঝুর ঝুর ঝুর ঝুরছে শব্দ শব্দবৃক্ষের কোল থেকে
কতো নানারূপ নানান গড়ন নানা বরনের শব্দ সে
কুড়াতে বাড়াই হস্ত দুখানা মায়ের ভাষার বোল থেকে
হাত গলে পড়ে তাই মুঠি হয় আচ্ছা মতোন জব্দ সে।

কল কল কল জল চঞ্চল শব্দনদীতে ঢেউ হাসে
পাড়ে তার ছটা টুপ করে পড়ে কথা কয়ে উঠে আচমকা
পথের পথিক পথটি হারায় তাই দেখে মৃদু কেউ হাসে
ভাটিয়ালি লিখে নায়ের পাড়ানি কণ্ঠ দরাজ গা চমকা।

প্রিয়তমেসুর জমিন সুরত শব্দডাহুক গান করে
উপছিয়া পড়ে ধ্বনি মঞ্জুরি অমিয় কথার বল্লরী
মধুপ ময়ূরী মল্লিকা বনে সুরভী যতনে পান করে
এ যে এক যাদুকরীর প্রতিমা জীবন্ত ছবি জলপরী।

কথা মিশে আছে হাওয়াতে রঙেতে ধুলিতে পাথরে কথাসব
ছড়ায়ে রয়েছে বুকে ধরে হাঁটো গেয়ে ভাঙো নীরবতা সব।

উপরে