আজকের ছড়া/কবিতা
রঙ্গরস
মো. রফিকুল ইসলাম সুফিয়ান
[আজ আমরা এসেছি সাপ্তাহিক 'জ্ঞানকোষ' পত্রিকার পক্ষ থেকে সর্ববিষয়ে বিশেষ অজ্ঞ ড.জ্ঞানাধার স্যারের একটি সাক্ষাৎকার গ্রহণ করতে।সাক্ষাৎকার গ্রহণে ড.হাঁদারাম প।
বিষয়: রবীন্দ্রনাথের গান ও কবিতা।]
ড.হাঁদারাম প : স্যার যদি কিছু মনে
না করেন
আজকেও একটু সময়
চাই।
ড.জ্ঞানাধার : সময় কম,তবে
বলেন,
কোনো সমস্যা নাই।
ড.হাঁদারাম প : স্যার,রবিঠাকুরের
দুটি গানের কলি,
যদি অনুমতি দেন
একটু বলি।
ড.জ্ঞানাধার : রবি ঠাকুরের গান!
আচ্ছা বলে যান।
ড.হাঁদারাম প : তাঁর একটি গানে
আছে
"ভেঙে মোর ঘরের চাবি
নিয়ে যাবি কে আমারে!"
এখানে 'তালা' না ভেঙে
'চাবি?'
এ কেমন উদ্ভট কথা,
এটাই নিয়ে ভাবি।
ড.জ্ঞানাধার : আসলে এখানে
হওয়া উচিত ছিল -
ভেঙে মোর ঘরের তালা
নিয়ে যাবি কোন সে কালা।
এ বিষয়টা নিয়ে আমিও
ভাবছি আজ,
আসলে মনে হয় এটা
রবিঠাকুরের জীবন
দেবতার কাজ।
ড.হাঁদারাম প : এবার তার কবিতার
তিনটি চরণ, :
শুনুন স্যার,
কি বা তার ধরন।
ড.জ্ঞানাধার : বলুন বলুন
যা যা আছে ইচ্ছে,
শুনতে আমার মনটা যে তাই
ভীষণ তাড়া দিচ্ছে।
ড.হাঁদারাম প : শুনুন তাহলে
আমি যাই বলে-
"মরিতে চহিনা আমি সুন্দর
ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে
চাই''
অথবা
"মরণরে তুঁহু মম শ্যাম সমান।"
একদিকে তার ভুবন প্রিয়
অন্যদিকে মরণ,
কিবা কথার ধরন!
ভাবুন তো দেখি কেমন ব্যাপারখানা
এ ব্যাপারে আপনার কি কিছু আছে জানা?
ড.জ্ঞানাধার : জানি মানে?এ ব্যাপারে
অনেক কিছুই জানি,
এমন ভাবে ব্যাখ্যা দিব
যেন,ঠান্ডা- তরল পানি।
ড.হাঁদারাম প :জী স্যার, জী স্যার।
বলুন,আপনার ভেতর
যা যা আছে আর।
ড. জ্ঞানাধার : "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই''
এখানে কবি প্রিয়ার ভালবাসা
এতটাই প্রবল,
কবি তাই আনন্দে আত্মহারা
হতবিহ্বল।
তিনি তাই বাঁচতে চান
দীর্ঘ দীর্ঘ দিন,
হতে চান না এ ভুবন থেকে
লুপ্ত-বিলীন।
ড.হাঁদারাম প : কিন্তু ২য় বিষয়-
" মরণরে তুঁহু মম শ্যাম সমান।"
এখানে তাঁর কী দু:খ ছিল জমা
তার কি আছে কোনো প্রমাণ?
ড.জ্ঞানাধার : হ্যাঁ, আছে অনেক প্রমাণ,
মন দিয়ে শুনে যান-
মরণকে ভালবাসা
আসলে এটা আজব ব্যাপার,
এমন কথা তাকেই মানায়
ছ্যাঁকা খাওয়া, বিবাগী এক ক্ষ্যাপার।
ড.হাঁদারাম প : তাহলে কি শেষে কবি খেয়েছিলেন ছ্যাঁকা?
প্রিয়ার সাথে হয়নি কি আর দেখা?
ড.জ্ঞানাধার : ঠিক ধরেছেন, বিচ্ছেদে নীল রবি
"মরণ হল শ্যাম সমান",মরণ হলো হবি।
ড.হাঁদারাম প : স্যার,জবাব পেলাম মনের মতো
প্রশ্ন মনে ছিল যতো।
এবার তবে যেতে হবে
সময় হলো শেষ।
ড.জ্ঞানাধার :বেশ!বেশ!!বেশ!!!
ড.হাঁদারাম প : স্যার, আসব আবার,জানব অনেক
অশেষ ধন্যবাদ।
ড.জ্ঞানাধার : ধন্যবাদ, আপনাকেও কেউ যাবে না
বাদ
ড.হাদারাম প : বন্ধুরাসব ভালো থাকুন সুস্থ
থাকুন
এবার তবে আসি,
যাবার বেলা রেখে গেলাম
একচিলতে হাসি।