Main Logo
আপডেট : ৪ জানুয়ারী, ২০২৪ ১১:০৩

আজকের ছড়া/কবিতা

ভালোবাসার চেয়ে মহত্তম কোন কবিতা নেই

ফজলুল হক মিলন

ভালোবাসার চেয়ে মহত্তম কোন কবিতা নেই

কতটা হাহাকারে একটা কবিতা হয় 
কিংবা একটা কবিতায় কতটুকু  হাহাকার  থাকে 
কতটা বিচ্ছেদ পোড়া আগুনের শব্দমালায় কবিতায় অবয়ব 
এক জনমে হয়তো জানা হবে না প্রিয়তি। 

বরং তুমি সূর্যাস্তের আলোকরশ্মির দিকে তাকাও
বেলাশেষে কেমন ম্রিয়মান হয়ে ঝুলে যায় অদ্ভুত  আঁধারে,
অথবা দেখো বিকশিত নক্ষত্রমঞ্জুরী 
মহাকর্ষীয় বলয়ে পলকেই  খসে পড়ে কোটি কোটি  
সে খবর হয়তো পায় না কেউ ;
কিন্তু একজন প্রেমিক জানে 
সহস্রাব্দের  সাধনায় কী করে  ফুল ফোটাতে হয়,
কী করে সৌরভে বিমোহিত করতে হয় নষ্ট পৃথিবী। 

তুমি ছিলে সহস্রাব্দের সেই ফুল
আমাকে বিমোহিত  করো 
ভাঙো, গড়ো 
বিশ্বাসে-অবিশ্বাসে
নতুন সালতামামিতে আবার প্রতিশ্রুতিবদ্ধ হই
ভালোবাসার চেয়ে মহত্তম কোন কবিতা নেই  পৃথিবীতে।

উপরে