Main Logo
আপডেট : ৫ জানুয়ারী, ২০২৪ ১১:৫৪

আজকের ছড়া/কবিতা

বৃক্ষ হে ছায়াবীথি হও

রঞ্জিত সরকার

বৃক্ষ হে ছায়াবীথি হও
বীজের ভেতর আছে 
এক লুকানো জীবন
মাটির জঠর খুলে 
জন্ম নেয়া ভ্রূণ 
পাতায় পাতায় লিখে প্রবাহ জীবন 
পাখিরা চঞ্চুতে করে 
দ্বীপ থেকে দ্বীপান্তরে 
বীজ বুনে সভ্যতা বিছায়
মেঘেরা কুড়িয়ে আনে জল
আলো-জলে মিশামিশি
ফুলেরা পাপড়ি মেলে
বৃক্ষ হে! ছায়াবীথি হও। 
 
ভলগা তীর ধরে গঙ্গা অবধি 
পুরনো পথের রেখা পার হয়ে 
মৃত্তিকার বুকে পদচিহ্ন ফেলে 
আদিম সাম্যের সমাজ বদলে
মানুষ কতদূরে যায়!
কতদূর সভ্যতা এগোয়?
উপরে