Main Logo
আপডেট : ৮ জানুয়ারী, ২০২৪ ১১:৩০

আজকের ছড়া/কবিতা

যাতনা

পান্না আকন্দ

যাতনা
যুক্তির খণ্ডনে বইতে পারিনা জীবন
তাই তো অযৌক্তিক আপোষে মরি, 
রকমফেরের বাহনে বাঁধা সপ্নের চূড়া 
ভেঙে চলছে আপন মন কৌশলী যারা।
আমি এক অসম্ভব মৃত্যু আহ্বান করি
আমি জয় নয় ধ্বংসকে জাপটে ধরি।
আমি তুমি না তোমরা না, 
আমার আমিকে কাঁদিয়ে চলি নিরন্তর। 
পান্না প্রবালে আমার দৃষ্টি ধরে না
পথের ধূলো মেখে হতে চাই ধূলিকন্যা। 
এমন জীবন করে আমায় তাড়না 
যেথায় আছে কাঁটা বেতের বিছানা। 
নির্বিশেষে করি অসম্ভব মৃত্যুর কামনা।
উপরে