Main Logo
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৪ ১০:৩৫

আজকের ছড়া/কবিতা

তুমিটা থাকুক

পারভেজ শিহাব

তুমিটা থাকুক
বছরটা যাচ্ছে যাক, মানুষটা থেকে যাক 
হোক না অশান্তি থাক না গণ্ডগোল 
তবুও মানুষটাতো আমার। 
আমাকে কাটে, পোড়ায়, ছিন্নভিন্ন করে 
তবুও দিন শেষে একটু পাশেতো বসে। 
স্বপ্ন ভাঙার যন্ত্রনায় সেও ছটফট করে
তার ভেতরেও আক্ষেপের শব্দ
বিপ্লবের পতাকা উড়ায়
স্বাধীন হতে চায়। 
যার জন্য ঘর ছাড়া হলো না, 
হওয়া হলো না নিরুদ্দেশ। 
সেই মানুষটা থাক, থাল বাটির ঝনঝনানিতেই
এমন মিউজিকেই ঘুম হোক 
ফের ভাঙুক এমন অসহ্য চিৎকারে 
তাই বছরটা যায় যাক, মানুষটা থাক্।
থাকুক এমন অশান্তির ঝাণ্ডা  নিয়েই।
 
 
 
 
 
 
উপরে