Main Logo
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৪ ১১:১১

আজকের ছড়া/কবিতা

ছোট্ট শিশু প্রজাপতি

মোস্তাফিজুল হক

ছোট্ট শিশু প্রজাপতি
যত্নে গড়া ফুলবাগানে
ছোট্ট শিশু পুষ্পকুঁড়ি,
সত্যি যেন ধরার বুকে
অলকা বা স্বর্গপুরী।
 
শিশুর প্রিয় কচিমুখে
মিষ্টিমধুর সুবাস থাকে,
মিষ্টি ওদের মুখের হাসি
গন্ধরাজের ছবি আঁকে।
 
যত্ন পেলে ছোট্টশিশু
সপ্তরঙা ফুলের ছবি,
চঞ্চলতায় আনন্দময়
ছন্দে ভরা ছড়ার কবি।
 
শিশুর চোখে স্বপ্নগুলো
ফড়িং হয়ে নেচে ওঠে,
মুক্তোঝরা হাসিমুখে
শুভ্র যত মুড়কি ফোটে।
 
বিদ্যালয়ে ছোট্টশিশু
অমূল্য-ধন সুরের শ্রুতি,
ছোট্টশিশু সম্ভাবনার
হিরন্ময়ী আলোর দ্যুতি।
 
সংসারে বা গৃহকোণে
উড়ন্ত সব প্রজাপতি-
বিদ্যা-ধনে পূর্ণ হলে
ওরাই হবে দীপ্ত জ্যোতি।
 
 
উপরে