Main Logo
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৪ ১১:০০

আজকের ছড়া/কবিতা

কয়েকটা অন্যরকম হাঁস

দ্বীপ সরকার

কয়েকটা অন্যরকম হাঁস
এথারে বসে আছে কয়েকটা অন্যরকম হাঁস। চ্যাপ্টা হাওয়ায় গনগনে রোদ
পালক মেলা হাঁসের চোখে
কয়েকটা শিশুতোষ পাতা। 
দুর্বার নাকে বয়ে বেড়ানো 
আমার শিশুর হামাগুড়ি দেখে 
জরিনার মায়ের কী যে আহলাদ! অথচ 
মেঘের পুলিতে সেই কবে থেকে ঘুরতেছে
নীলচে অহংকার আমাদের।
 
মারাত্নকভাবে হেসে খেলে 
থিতিয়ে যাচ্ছে শিশুর থুতনি। 
পাঁচটা কাঠ গোলাপের ঠোঁটে 
হাজারটে কথা রেখে কথা কই। 
শিশুরা খুশির বর্শিতে ঝুলোচ্ছে ঝিঙেফুল। 
ফুল বাগিচার আড়ালে মুখ লুকিয়ে 
মেগা সিরিজের কান্না দেখে 
আমার কী যে খারাপ লাগে- শুনে 
পাঁচিল টপকে দেদারছে হাসছে
কয়েকটা অন্যরকম হাঁস।
উপরে