আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৪ ১০:৪০
আজকের ছড়া/কবিতা
নীরবে নিভৃতে
ইমদাদুল হুদা
চারপাশ থেকে নিরন্তর ঝরে যায়
অগণিত প্রিয় মুখ, কতো কতো তারা
হাজার তারায় ভরা ছিলো যে আকাশ
এখন তা প্রায় তারকা হারা।
যারা ছিলো নিত্যসঙ্গী আনন্দ-গানে
ছিলো বন্ধু সুহৃদ, বাঁধা ছিল প্রাণে প্রাণে
যারা ছিলো মুখর আমাদের উৎসব-পার্বণে, আড্ডা-বিনোদনে,
যাদের সাথে ছিলো নিত্য হাঁটাহাঁটি
করিডোরে করিডোরে,
কিংবা ছিলো নিত্য ভাগাভাগি সুধার পাত্র ভরে
তারা এখন বহুদূরের...নীল দিগন্তের বাসিন্দা,
মহাকাশের পাড়ে।
আমাদের সেই চেনা জগৎ এখন অচেনা ভুবন...
রঙ হারা আর বিবর্ণ ধুসর।
বেদনার মর্মর ধ্বনি বেজে যায় সহসাই আমাদের সব আয়োজনে
পড়ে থাকে চারিদিকে বেশুমার শূন্য আসন
ব্যাকুল কেঁদে কেঁদে যায় নীরবে নিভৃতে
বুকে নিয়ে স্মৃতিচিহ্ন!