Main Logo
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৪ ১১:১১

আজকের ছড়া/কবিতা

একাকী বিশাখা

রুবীনা আজাদ

একাকী বিশাখা
রুবীনা আজাদ
কলমের টানে মুছে যায় শেষে যাপিত জীবন
পারদ জড়িয়ে থাকা কৈশোরের স্বচ্ছ আয়নায়
প্রতিবিম্ব এঁকে দেয়া রোদ-ভেজা বসন্তবিষুবন
যিশুর মতোন ক্রুশবিদ্ধ যেন, ঝুলে থাকে ঠাঁয়।
 
কণ্ঠস্থ কবিতা ভুলে যাওয়া কি এতটাই সোজা?
কোনো ইরেজারে যায় নাতো মোছা অসহ্য প্রতাপ।
ভাঁড়ার ঘরের শিকে উল্টে গেলে অবশেষ খোঁজা
নিতান্ত অসার কিছু অপচয়, বৃথা অনুতাপ।
 
কবেই তো মিটে গেছে প্রাত্যহিক বিষাদ-বিলাস
প্রেতের মতন তবু কায়াহীন ছায়া  কারুময়
প্রাচীন প্রাচীরে, যেন ওঁত পেতে থাকা সর্বনাশ
পাণ্ডুর চাঁদের কাছে জোৎস্না-যাচ্ঞা মিছে অনুনয়।
 
রেশমি সুতোয় বোনা রুমালের ভাঁজে লেগে থাকা
নেপথলিন ঘ্রাণ ঢেলে অর্থহীন বিরহ জাগায়
গেরুয়া বসনে তার চেয়ে ভালো একাকী বিশাখা
বরষা-রঙিন নীল সাজাবার তাই এত দায়।
 
 
উপরে