আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৪ ১১:৩০
আজকের ছড়া/কবিতা
মৌলিক চাহিদা
এস.এম বিল্লাল
এস.এম বিল্লাল
ভরা পূর্ণিমাতেও
আকাশের চোখে ঢেউ খেলে
মৌলিক চাহিদার আকাল
ষোড়শী মেয়ে জোৎস্না
বাক স্বাধীনতা হারিয়ে বস্ত্রহীন
নগ্ন স্নান করে গনতন্ত্রের পুকুরে
স্বীয় দায়িত্ব ভুলে; চাঁদ
তাঁরাদের নিয়ে,নেশায় বুদ হয়েছে
মেঘেদের জলসায়
অন্ধকার ক্রমেই ঘনীভূত
পাখিরা ভুলে যাচ্ছে ভোরের গান
শহর ছেড়ে পালিয়েছে স্বপ্ন
মৌলিক চাহিদা
বেঘোরে ঘুমাচ্ছে কলেজ করিডোরে
পুস্তকে ঝুলে আছে বাবুই পাখির মতো।