Main Logo
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৪ ০৯:৫৯

আজকের ছড়া/কবিতা

এসো মানবিক হই

মোঃ মারুফ বিল্লাহ

এসো মানবিক হই
মোঃ মারুফ বিল্লাহ
নষ্টালজিক বিবেক,করটিকায় পোকার গর্ভাশয়
বিবেকের হৃদমন্দিরে জমেছে ময়লা,
টনক নড়ছে না,হাইকু তুলে তেড়ে দাঁড়িয়ে 
এতো উৎকণ্ঠা,এত দুরবস্থা ,এত নির্মমতা!
 
সব কিছু মাড়িয়ে দাঁড়ালাম বিবেকের কাঠগড়ায়
এতো আর্তনাদের বিলাপ সহ্য করাও কঠিন,
একে একে সর্বস্ব হারাচ্ছে আমার দেশের মানুষ 
অন্ধকারময় ঘরবন্দী জীবন এক দীর্ঘ নিঃশ্বাস।
 
প্রসূতি মায়ের যন্ত্রণা কতটুকু,তোরা বুঝবি না
তোরা মানুষের বাচ্চা নয়,তোরা ভিন্ন প্রজাতি
সুযোগ সন্ধানী লোক সবগুলো নিপাত যাক্
প্রভুর তরে বার বার এই কামনাই করছি।
 
দেয়ালিকার পঞ্জিকা ঘুরতে গিয়ে দেখলাম
একি! দু সপ্তাহের ব্যবধানেই আবারও বন্যা
এতো পানি এলো কীভাবে?কোথা থেকে এলো?
জাতির কাছে প্রশ্ন এভাবে চলবে কতদিন!
 
নিঃশব্দে দু'নয়নের চোখের জল ফেলবো কতদিন
হাহাকার কান্না শব্দ বেড়েই চলছে দিন দিন।
নিষ্পাপ পশুকুলের মৃত্যু দেখে আমি নির্বাক
শিশুকুলরা পানিতে ভাসমান দেখে হচ্ছি হতবাক
 
সর্বাঙ্গে সর্বমহলে কড়জোড়ে জানাই মিনতি
একসঙ্গে মানবিক কাজের হয়ে যাও সারথী,
এ কর্মের ফল নিশ্চয়ই আল্লাহ দিবেন নিজে
মানবতার কল্যাণে সর্বদা সবাই যাও এগিয়ে।
 
 
 
 
 
 
উপরে