আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৪ ১০:০১
আজকের ছড়া/কবিতা
অরক্ষিত স্বাধীনতা
আবুল বাশার শেখ

আবুল বাশার শেখ
অরক্ষিত স্বাধীনতার মন্ত্র
শিখতে চাইলে থামো।
ধূলোর এই শহরে ঠিক ঠিক চলো
পেছনে ফেরা যাবে না,
মনে রেখো-
ছলনার যাদু দিয়ে ডাকবে তোমায়
তবুও যাবে না ফেরা।
তপ্ত জলের স্রোতে উত্তপ্ত ভূমি
বাতাসে বিষাক্ত গ্যাসের রাজত্ব
চাইলেও নিতে পারবে না স্বস্তির নিঃশ্বাস।
খুব কাছেই বুড়িগঙ্গা
বিষাক্ত জলে ভরছে রাজধানী,
তুমি কি সাঁতার জানো?
তবে হাত পা বেঁধে দিলাম
এবার সাঁতার কাটো-
সফলতার চেষ্টা করো।
অন্ধকার শেষে আলোর দেখা
পেতে চাইলে মাথা খাটাও,
বিশ্বাস রাখো অরক্ষিত স্বাধীনতার উপর
ছলনার আবরণ দূরে ঠেলে
এগিয়ে যাও সামনে।