আপডেট : ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:২৯
আজকের ছড়া/কবিতা
কালের ধারাপাত
মুনীরুজ্জামান

মুনীরুজ্জামান
চুঁইয়ে চুঁইয়ে জল নয়,অসীম বিষের ধারা ঝরে অবিরত
তবু এগোয় শত সজন স্রোতের বিপরীতে হাঁটা যাদের ব্রত
শত শতাব্দীর শত সহস্র অলৌকিক পথ,প্রথা অতিক্রমণে
ঘাড়ের উপর চকচকে নিখুঁত মারণাস্ত্রে প্রাণ সঞ্চরিত হয় কালো হাতে
মস্তিষ্কে বসবাস বিভাজিত দলিল- দস্তাবেজ আর বেশ্যালয়
কাল্পনিক সুখে স্বর্গীয় বসুন্ধরা কঠিন অসুখে বিকলাঙ্গ
মানুষের সময় গড়ালে ক্ষুদ্র হয়, বিভাজিত হয় আরো।