Main Logo
আপডেট : ৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:২৩

আজকের ছড়া/কবিতা

শান্তি দাও

আবদুল্লাহ রাছেল

শান্তি দাও
আবদুল্লাহ রাছেল
প্রবাস জীবন নষ্ট জীবন শূন্য সর্বদাই
সবকে ভালো রাখতে গিয়ে নিজেকেই পোড়াই।
 
কতো কথা রয় যে চাপা ছোট্ট বুকের মাঝে
বৃষ্টি বাদল মাথায় নিয়ে যাই প্রতিদিন কাজে।
 
সবার ভাবনা ভাবি আমি সহজ সরল মনে,
আমায় নিয়ে ভাবার মতো কেউ আছে ভুবনে?
 
ঈদের দিনে সবাই হাসে আমি বসে কাঁদি
সবার মত কবে হবো বলছি ফরিয়াদি।
 
দিনের আলো দেখতে মাগো অনেক মনে চায়,
চাইলে কি মা আগের মতো যায় রে পাওয়া যায়?
 
প্রবাস নামের জেলখানাতে হয়েছি নিখোঁজ
সবার মাঝে সুখী জীবন এটাই ভাবি রোজ।
উপরে