Main Logo
আপডেট : ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৩৫

আজকের ছড়া/কবিতা

ভালোবাসি বলেই...

পারভেজ শিহাব

ভালোবাসি বলেই...
পারভেজ শিহাব
 
শুধু ভালোবাসি শব্দটার মূল্য দিতে গিয়ে 
সব স্বপ্ন চাপা পড়েছে 
দায়িত্ব আর সম্মান রক্ষার যুদ্ধে। 
সফলতা বলতে আজ আমার কিছুই নেই! 
ব্যার্থতার ডামাডোল আর অভিযোগের অঙ্গুলি দেখে দেখে, 
একঘেয়েমি খেটে যাওয়া জীবন আর ভাল্লাগে না। 
ভালোবাসার মূল্য দিতে গিয়ে যেদিন আমিই আমার চোখ বেঁধে রেখেছিলাম, 
সেদিনই বুঝেছিলাম আমার ইচ্ছের মৃত্যুদণ্ড হচ্ছে, 
এক বিবেকহীনার কাঠগড়ায়। 
শুধু ভালোবাসি শব্দটার মূল্য দিতে গিয়েই এত্তসব...
 
আমার বিশ্বাসটুকু তোমার হাতে দিয়েছিলাম
আর তুমি ইচ্ছেমতো টুকরো টুকরো করে কাটলে,
আমার ভেতরে রক্ত গঙ্গা বইয়ে দিলে। 
আমার যে কেমন কষ্ট হচ্ছে তোমার বিশ্বাসের পরীক্ষায়, 
তবুও কোরবানীর পশুর মতো সুখ দিয়েছি 
তোমার ছুড়ির তলে 
শুধু ভালোবাসি শব্দটার মূল্য দিতে গিয়েই...

 
 
উপরে