Main Logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০৭

আজকের ছড়া/কবিতা

ভালোবাসা

মোহাম্মদ মুজিবুল হক

ভালোবাসা
মোহাম্মদ মুজিবুল হক
ভালোবাসার যাদুর কাঠি
মানব মনে দেখতে পাই,
নিঃস্বজনে কাছে টানে 
হিংসা ও দ্বেষ মোটেও নাই। 
 
ভালোবাসা জয় করে নেয়
হোক না যতই শত্রু-পর,
পরকে আপন করতে পারে
বাঁধতে পারে সুখের ঘর।
 
সোহাগ প্রীতি ধীরে ধীরে 
হৃদ মাঝারে ফোটায় ফুল,
বংশধারা চালু রাখার
এটাই হলো আসল মূল।
 
শ্রদ্ধা বিশ্বাস দয়া মায়া 
অনুরাগের অপর নাম,
মনুষ্যত্ব না থাকিলে
বুঝে নাতো প্রীতির দাম।
 
মানুষ হলে পরের প্রতি
রাখতে হবে অগাধ প্রেম, 
প্রীতি ছাড়া মানব হবে
ইতর জনের ছবির ফ্রেম।
উপরে