Main Logo
আপডেট : ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৫২

আজকের ছড়া/কবিতা

হে গুণিন

রঞ্জিত সরকার

হে গুণিন
প্রভাতের কুচি নেমে এসে
মালঞ্চের মর্মে থাকে বসে
পালকের নরম হরিণী পায়
আলপনা ছুঁয়ে যায় ঘাসে।
মগ্ন আকাশ
মেঘেরা নামায় জল
পাতা মেলে ধরে 
গর্ভছায়া
লাজুক আলোক চুমে
সঞ্চিত সালোকসংশ্লেষণ 
হে গুণিন!
তুমি গাও তবে বৃক্ষ-বন্দিশ।
 
 
 
 
 
 
উপরে