Main Logo
আপডেট : ২ মার্চ, ২০২৪ ০৯:৫৮

আজকের ছড়া/কবিতা

তুমি আমার ধুতুরা রাণী

ফ.ম রফিক

তুমি আমার ধুতুরা রাণী
গ্রামের শেষ প্রান্তে
দাস বাড়ি বামে ফেলে , 
দক্ষিণের জঙ্গল পেরুলেই চোখে পড়ে ,
নীল জলে পরিপূর্ণ পরিত্যক্ত পুকুর,
পুকুরের পাড় ৷
পাড়ে পাড়ে ধুতুরার সাথে নানা গাছ , নানা ফুল ;
এলোমেলো বাতাসে দোল খায় , 
এ যেন পুষ্পোদ্যানের দ্যুতিময় নৃত্য!
 
ভাঙ্গা পাড়ে অযত্নে হেলেছে মুখোমুখি 
ফলবান খেজুর গাছের প্রেমাসক্ত জুটি,
সজনের এলোমেলো ডালপালা
নুয়ে নুয়ে পুকুরের জল ছুঁয়ে 
প্রেমহিল্লোল করে সারা বেলা ৷
 
সেই যে কবে ,
মোড়লবাড়ির লম্পট মইত্তার লোলুপ অত্যাচারে
সুন্দরী স্ত্রী আর কন্যাকে নিয়ে
ভিটাবাড়ি,পুকুর ফেলে
নিরুদ্দেশ হয়েছে দৈন্যপীড়িত নারায়ণ মাঝি ,
লোক মুখে শোনা যায়
পুকুরেই নাকি হয়েছে সলিলসমাধি !
গ্রামে গ্রামে রটেছে ভূতুরে পুকুর , 
মুখে মুখে মানা যাসনি ওমুখ ৷
 
নিত্য আমার যাতায়াত সেখানে
তুমি তা জান,শুধু তোমারি কারণে ৷
প্রেমময় মন,
মানে না মানা,শুনে না বারণ ৷
 
কবে কোন দিন অজান্তে 
পদ্মমূল পুঁতেছিলাম সযত্নে তোমারি জলে ,
আজ সেখানে নলিনী জুটি
ফোটেছে রাজা রাণী বেশে !
আমি তুমি ভ্রমরা ছাড়া 
অজানা সবার ,রয়েছে অগোচরে ৷
 
পদ্মবাসরে ভ্রমরের মিলনে আমি আর তুমি
মুগ্ধ হৃদয়ে কতবার চোখ বুজেছি ,
ভরদুপুরে...
এপাড়ে আমি আর ওপাড়ে তুমি
অদৃশ্য প্রেম,পুকুর সম দূরে থাকাথাকি ৷
 
তুমি কি জানো রহস্যময়ী প্রেয়সী ?
আমি যে তোমাকে চিনি  !
তুমি আমার খেলার সাথী প্রেমমাধুরী , 
নারায়ণ মাঝির নয়নের মনি ,
আমার ভালোলাগা ভালোবাসার বীরুৎ
ধুতুরা রাণী ৷
উপরে