Main Logo
আপডেট : ৬ মার্চ, ২০২৪ ০৯:৩৮

পথে পথে কিছুকাল

এম.কে.হক

পথে পথে কিছুকাল
শিশির ভেজা পথে পথিকের নিত্য আসা যাওয়া
সরষেক্ষেত,ধানগাছের নাড়ালী,দলা দলা ব্যথা- মাটিরকণা, দু'চারটে ঝরাপাতার মৌনতা..
এ পথে সাঁঝের অনুভবে শুনেছি পুরানো কথা।
 
অনুভূতি নির্বাক নিঃশব্দে বহে মৃত নদীর মতো,
কামরাঙা ফুলের মতো প্রিয়ন্তী নাকফুল 
কোথাও বৈশালী নিমপাতা,বাউকুড়ানি ঝড় যেখানে বিসর্জন হবে হিমায়িত কষ্টের মাশুল। 
 
পথের পাশেই দু'চারটে ছিন্নমূল স্বপ্নজয়ী সংসার 
মৃদু বাতাসে ভাসে চড়ুই পাখির কষ্টপ্রহর।
সামনেই বাঁশবন শতদল রূপে হিমাদ্রি সবুজপাতা
ঝরবে,কচিপাতার চোখে জাগবে আলোর শহর। 
 
সূর্যের হাসি হলুদ হয়ে আসে অবেলার পথে 
সরলতার ছাইপাশ গেলা মানুষগুলো-ধান-চাউল, সবজির রূপসী মুখগুলো ক্রয়-বিক্রয়ে মুখর,
ক্লান্তিতে ভাঁজপড়া চামড়ার চোখ দুটি হৃদয় বাউল।
 
এ পথে আসি- আসবো হয়তো আরো কিছুকাল.. 
জানালার ফাঁক ঠেলে এক চিলতে মায়াবী সকাল, আধো আধো ঘুমন্ত চোখে জলন্ত মায়াজাল 
আবার আসবো এ পথে ভালোবাসবে যতোকাল!
 
 
উপরে