Main Logo
আপডেট : ১০ মার্চ, ২০২৪ ১০:০৬

চেনা মুখ

সুরাইয়া কাকলি

চেনা মুখ
আজ আমার মন ভালো নেই 
কী যে হল কিছু মনে নেই
শুধু মনে পড়ে দখিনের হাওয়ায়
দুজন বসেছিলেম খোলা জানালায়
মাঝে ছিল এক কাপ কফির পেয়ালা
কী অদ্ভুত এক আশ্চর্য মায়া ! কফির পেয়ালার ছোঁয়াটুকু যেন অনেকদিনের চেনা ।
আজ আমি বসে আছি একা 
এই সেই জানালা, দখিনের হাওয়া নেই শুধু আমার সেই চেনা মুখখানা 
আজও তাকে ভাবি ,আজও ভালোবাসি
 আদরে ,আহ্লাদে ,ভালোবাসি তার মুখখানি
মুঠোফোনে যেদিন শুনেছিলাম,
হ্যালো আপনাকেই খুঁজছি 
প্রথম দেখায় বলেছিলেম ভালোবাসি,ভালোবাসি
মাঝে মাঝে দেখা, কিছু কথা ,কিছু ভালোলাগা
কিছু রাগ ,কিছু অভিমান এরই মাঝে স্বপ্ন দেখা 
হঠাৎ অনেক দূরে চলে গেলে তুমি
আজও তোমায় ভালোবাসি, আশায় বুক বাঁধি।
জানিনা আমায় কতটুকু মনে রেখেছো তুমি 
হয়তো মনে রেখেছো, না হয় ভুলে গেছো
কফির পেয়ালার ছোঁয়া পেতেই চমকে উঠলাম আমি
এইতো সেই ঘর ,সেই জানালা ,দক্ষিণের হাওয়া শুধু নেই আমার সেই প্রিয় চেনা মুখখানা।।
 
 
উপরে