Main Logo
আপডেট : ১৩ মার্চ, ২০২৪ ০৩:৫৮

বন্ধুর বাড়ি

শিশির পাল

বন্ধুর বাড়ি
নদীর ধারে বন্ধুর বাড়ি
গল্পে মাতি গল্প সারি
বাতায়নের খিড়কি খুলে
দৃশ‍্য দেখে দুচোখ ভুলে।
দুতলা ঘর তার বারান্দায়
বসে ভাসি দখিন হাওয়ায়।
 
কদম্ব বট বাঁশের ঝাড়ে
দাঁড়িয়ে আছে নদীর পাড়ে
কী অপরূপ চারিধারে
সবুজ শোভায় নয়ন কাড়ে।
 
আঙিনাতে নানান বরণ
ফুল ফুটেছে হাজার ধরন
বকুল পলাশ শিমুল বেলি
শিউলি টগর কাঠ চামেলী।
 
ফলফলাদির গাছও আছে
সুন্দর নাচে চোখের কাছে।
উপরে