আপডেট : ১৮ মার্চ, ২০২৪ ১০:১৫
দুটি রুবাই ( বাংলা )
তাছাদ্দুক হোসেন
কাঁটা
বুকের মাঝে বিঁধলে কাঁটা খুব সহজে যায় কি খোলা
ফুটেই দেখো,দেখ্ না প্রেমিক দেখ্ না হয়ে আত্মভোলা
নিশিরাতের ঘুটঘুটানো অন্ধকারে একলা জেগে
নাও না জেনে কান্না কাঁদে কোন বিরহীর জ্বলছে চুলা।
ছল
ছলচাতুরি করলি অনেক খুব ঠকালি আপনজনে
নিংড়ে নিয়ে ফেললি ছুড়ে সকল নিলি নিয়ন্ত্রণে
চিনতে কি আর রইলো বাকি তোর বদনে মার্কামারা
বেশ তো দেখি কেমনে মুছিস কালির আচড় এই ভুবনে।