Main Logo
আপডেট : ৩১ মার্চ, ২০২৪ ১৪:৪৫

নিমগ্ন পাঠ

গোলাম কবির

নিমগ্ন পাঠ
 কতো কথাই তো তুমি 
 বলে যাও চলে! 
 তবু মনেহয় 
 আরো কতো যে কথা 
 রয়ে গেছে বাকি! 
 
 সেসব কথা খুঁজে ফিরি 
 হৃদয়ে গেঁথে রাখা অনুভবের 
 ডালা খুলে এবং অনুভূতির 
 না লেখা মহাকাব্যে, 
 যা তোমার চোখের ভাষায় 
 লেখা থাকে সেখান থেকে!  
 
 কিছু কথা তুমি চলে যাবার পরে 
 বাতাসে গুঞ্জন ছড়ায়, 
 মৌমাছিরা আমলকি বনে 
 তোমার কথা চুপিচুপি বলে বেড়ায়।  
 
 আমি কান পেতে বাতাসের 
 গুঞ্জন ধ্বনি থেকে গভীর নিমগ্নতায় 
 ডুব দিয়ে সেসব কথা শুনি, 
 শুনি আমলকির বনে মৌমাছিদের 
 গান গাওয়ার মাঝেও তোমাকে নিয়ে 
 তাদের চুপিসারে বলা কথাগুলো! 
 
 তোমার অনুপম হাসির শব্দের মধ্যে 
 যেসব কথা লুকানো থাকে, 
 যা একসময় মিলিয়ে যায় অসীমে,  
 সেসব কথাও শুনে ফেলি চলে যাবার
 পরে অথচ যখন কাছে থাকো তখনও
 শুধু তোমাকেই নিমগ্ন পাঠ করি , 
 তোমাতেই ডুবে থাকি আকণ্ঠ !
উপরে