আপডেট : ২ এপ্রিল, ২০২৪ ১৪:০৬
ম্যাজিক রিয়েলিজম
আলম মাহবুব
জলে জোছনায় মিশে থাকে শ্রেণীদ্বন্দ্ব
মানুষের বিভাজন থামে না
ঘোলা জলে চতুর ধীবর
মাছ নিয়ে যায় সকলের অলক্ষ্যে
ইতিহাসের পাতায় নখের আঁচড়ের দাগ
লেগে আছে রক্তের লাল
সভ্যতার আলো ফুটিয়ে তোলা গল্পগুজবে নেই
পাতার বাঁশি
অন্ধকারের গভীরতায়
মিথ আর কিছু জলের ভাসানে
কাহিনী মানুষের
কোমল মাটির প্রেমে
তলানী জমা আছে ক্রোধ আর বীরত্বের
মিথ্যার অশ্লীলতায় নুয়ে পড়ে বৃক্ষ
আহা কি দারুণ ম্যাজিক রিয়েলিজম
পুঁজিবাদী শোষণ উৎপীড়নে রূপপুর যেনো
ছায়াবীথির নিঃসঙ্গ বাড়ি বানিয়েছে
নিশি রাত্রির কারিগরেরা।