আপডেট : ৯ এপ্রিল, ২০২৪ ১৫:৫৫
কোথায় পাই
তাছাদ্দুক হোসেন
ঈদের মাঠে
বাবার আঙুল নির্ভরতার হাত
সকল পাঠে
বটের ছায়া মাথায় দিবস-রাত।
ঈদের মাঠে
চলার বাহন বাবার চওড়া কাঁধ
চলছি বাটে
ঠ্যাঙ দুলিয়ে আনন্দ অবাধ।
ঈদের ভোরে
মায়ের হাতের চালের সেমাই আহা!
মুখটা জুড়ে
তার কি রে স্বাদ! বলবো কা রে তাহা!
ঈদের ভোরে
সাজিয়ে দেয়া মায়ের দুখান হাত
গানের সুরে
সুবাস ছড়ায় নানান পারিজাত।
হাতটা একা
একলা হেঁটে ঈদের মাঠে একলা একা যাই
পাই না দেখা
বাবা-মায়ের আদর মাখা মুখটি,কোথায় পাই!