Main Logo
আপডেট : ১৮ জুন, ২০২৪ ২২:৩৬

বৃষ্টির ছড়া

একুশে দ‍্যুতি

বৃষ্টির ছড়া
বৃষ্টি পড়ে বাইরে
ভিজবো সবাই আয়রে
মন কর যে আনচান
বৃষ্টির জলে সারবো স্নান।
 
বৃষ্টি পড়ে বাইরে
ডাকছে কুনোব‍্যাঙ
সবাই মিলে সুর তুলেছে
ঘ‍্যাঙর ঘ‍্যাঙর ঘ‍্যাঙ।
 
বৃষ্টি পড়ে নদীর জলে
বৃষ্টি পড়ে মাঠে
এপার ওপার যায় না যাওয়া
নৌকা বাঁধা ঘাটে।
 
বৃষ্টি পড়ে টিনের চালে
পড়ছে সাথে বাজ
আমার মনে সাধ জেগেছে
ভিজবো আমি আজ।
 
দমকা হাওয়া বইছে, ঝরে
ঝমঝমিয়ে দেয়া
ফুলবাগানে রংবাহারি
ফুটছে কদম-কেয়া।
 
বৃষ্টি পড়ে মিষ্টি সুরে
নাচে আমার মন
অসময়ে বৃষ্টি এলো
থাকবে কতক্ষণ।
উপরে