Main Logo
আপডেট : ১৯ জুন, ২০২৪ ১২:৩৫

স্বপ্নের সাতকাহন

মুনীরুজ্জামান

স্বপ্নের সাতকাহন
স্বপ্নের বীজতলায় স্বপ্ন বুনি
অনাগত শিশুরা যেন বেড়ে ওঠে
নির্ভয়ে,নিরাপদে
বিদ্বেষে একজন নারীও না পুড়ে
বিশ্ব যেন স্নেহময়, প্রেমময় হয়ে উঠে
কী আশ্চর্য! 
বীজতলায় কেবলই আত্মহননের দীর্ঘশ্বাস 
প্রতিনিয়ত বাতাস ছড়ায় আত্মহননের খবর
মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
এরই ফাঁকে
ভূসম্পত্তি বাক্সবন্দি ব্যক্তিগত কোষাগারে
নারী বন্দী দৈব দেশাচারে
তারপরও সমতার মুখোশ পড়া একদল মানুষ
নারী-পুরুষ সমতার আহ্বানে 
সরগরম রাখে স্বপ্নের বীজতলা।
উপরে