আপডেট : ২০ জুন, ২০২৪ ০৯:৩৪
ইচ্ছে
চন্দ্রিকা দ্যুতি
ইচ্ছে করে কদম,কেয়া,
বেলির মতো ফুটতে
ইচ্ছে করে দূর পাহাড়ের
গহীন বনে ছুটতে।
ইচ্ছে করে পাখির মতো
ডানা মেলে উড়তে,
ইচ্ছে করে ভ্রমর হয়ে
ফুলে ফুলে ঘুরতে।
ইচ্ছে করে প্রজাপতির
রঙিন পাখা মেলতে
ইচ্ছে করে নীল আকাশে
মেঘের সাথে খেলতে।
ইচ্ছে করে লজ্জাবতীর
লজ্জা গায়ে মাখতে
ইচ্ছে করে মহাকাশের
শুকতারাটি আঁকতে।
ইচ্ছে করে অই সাগরের
অথৈ জলে ভাসতে
ইচ্ছে করে সবুজ ঘাসে
শিশির হয়ে হাসতে।