Main Logo
আপডেট : ২১ জুন, ২০২৪ ১২:২২

রঙ্গরস

রফিকুল ইসলাম সুফিয়ান

রঙ্গরস
[ড.হাঁদারাম প এবং ড.জ্ঞানাধারের মধ্যে আরেকটি সাক্ষাৎকার।  সাক্ষাৎকার গ্রহণে ড. হাঁদারাম প।]
বিষয় :ধূমপান। 
---------------------------
ড.হাঁদারাম প  : স্যার,সেলাম। 
   আবার এলাম। 
ড.জ্ঞানাধার   : আসুন আসুন। 
   মুখটা এমন গুমরা ক্যান?
   হাসুন, একটু হাসুন। 
 
ড.হাঁদারাম প   :  স্যার --
   হাসার কি আর সময় আছে
   আর? 
   হাজার প্রশ্ন মাথার ভেতর  
   খাচ্ছে যে ঘুরপাক।
ড. জ্ঞানাধার  : থাক না এসব 
   থাক , 
   মূল ঘটনায় এবার আসা 
   যাক।
   কী বা এমন প্রশ্ন আছে শুনি-
   ভাবেন কেনো?আমার মতো 
   থাকতে জ্ঞানীগুণী! 
 
ড.হাঁদারাম প  : স্যার, ভাবি না 
    তা মোটে,
    সকল কিছু জানবো খুঁটে
    খুঁটে।
   সমস্যাটা আমার মোটেও নয়
    তবু এসব জানা থাকতে হয়।
  এ সমস্যা দেশের এবং বিশ্বের
   ধনী এবং নিঃস্বের।
ড.জ্ঞানাধার  : বলেন তবে
   বিষয়টা কী?প্রশ্ন কী কী
   আছে?
   ব্যস্ত আছি,পরে যদি সময় না
   পাই পাছে! 
 
ড. হাঁদারাম প  : স্যার,বিষয়টা 
   ধূমপান। 
ড. জ্ঞানাধার  : ধূমপান? 
   আপনি বলে যান। 
 
ড. হাঁদারাম প : জী স্যার। 
   প্রশ্ন হলো, ধূমপানে হয় 
   কয়প্রকারের ক্ষতি? 
   জেনে রাখা ভালো এবং
   জরুরি তা অতি।
ড  জ্ঞানাধার  : ধূমপানে হয়
   ক্ষতি?
   মোটেই তা নয়, তা না;
   এ ব্যাপারে আমার আছে
   অনেক অনেক জানা। 
   ধূমপানে হয় তিন উপকার
   সবার জানা চাই,
   বিকল্প এর নাই। 
 
ড. হাঁদারাম প  : স্যার, শুনে 
   কেবল হচ্ছি অবাক,
   চিত্ত আমার হচ্ছে সবাক--
   এ ব্যাপারে মূর্খ আমি
   মূর্খ অকাট অজ্ঞ,
   আপনি বিশেষজ্ঞ। 
   বলেন শুনি একে একে
   কী উপকার এর?
   জানতে হবে ঢের।
ড. জ্ঞানাধার : বলছি তবে
*প্রথম উপকার --
   চোর কখনো ঢুকবে না তার
   ঘরে, 
   বলতে পারি আমি চ্যালেঞ্জ 
   করে। 
*দ্বিতীয় উপকার --
    কুকুর তাকে কামড়াবে না
    গবেষণায় পাই,
    বলে গেলাম তাই।
*তৃতীয় উপকার--
    কমবয়সে মরবে না সে
    সত্য চরম সত্য,
    এ ব্যাপারে আছে অনেক 
    তথ্য। 
 
ড. হাঁদারাম প  : স্যার, ঢুকছে 
   না এই ঘিলুতে,
   জোরসে দিলাম কিল্ ওতে, 
   তাও হলো না কাজ,
   বলবো কী তাই পাচ্ছি ভীষণ 
   লাজ।
   একটু যদি ব্যাখ্যা দিতেন, 
   তবে,
   বুঝে নিতাম; সময় কি তার 
   হবে? 
ড. জ্ঞানাধার : সময় খুবই কম,
    তবু দিচ্ছি ব্যাখ্যা খানিক
    স্পষ্ট তা একদম। 
 
   প্রথম উপকারটি ছিলো 
   ধূমপায়ীদের ঘরে,
   ঢুকবে না চোর কক্ষনো 
   ভুল করে। 
   ধূমপায়ী যে কেশেই চলে
   খুশখুশে,
   ব্যাধি এসে ভর করে তার
   ফুসফুসে। 
   নিশিরাতেও কাশে ঘুমের 
   ঘোরে,
   জাগনা ভেবে চোর মহাশয়
   সরেই থাকে দূরে।
   কী করে হয় চুরি! 
   প্রমাণ ভূরিভূরি। 
 
  দ্বিতীয় লাভ খুব ম্যাজিক্যাল
  বিজ্ঞানীরাও এইখানে ফেল,
  কুকুর তাকে কামড়াবে না 
  আহা!
  শুনে রাখুন বলছি আমি 
  যাহা।
  ধূমপানে হয় দেহের ক্ষতি
  স্বাস্থ্য হানি ঘটে,
  শক্তি কমে নিঃসাড় দেহ
  সত্যি বটে বটে।
  হাঁটতে গেলে যায় না হাঁটা
  লাঠিতে ভর ছাড়া,
  লাঠির ভয়ে পাগলা কুকুর 
  তাই করে না তাড়া।
  তাই তো কুকুর ধূমপায়ীকে
  কামড়াবে না জেনো
  এই কথাটি মেনো। 
 
ড.হাঁদারাম প:স্যার,এ যে দেখি
  গবেষণার নতুন আরেক ধারা
   ভেবেই পাগলপারা। 
ড.জ্ঞানাধার  : শুনুন আরো  
ধূমপায়ীদের তৃতীয় লাভ,
  রহস্য কী দিচ্ছি জবাব--
কমবয়সে মরবে না সে
  মরবে বুড়ো হলে,
  নিত্যনতুন গবেষণায়
  এই কথাটি বলে।
  তরুণকালেই আসবে দেহে
  বুড়োর আলামত,
  গবেষণায় এটাই সবার মত।
  মাঝ বয়সেই ঠিক দেখাবে
  বয়সটা ঠিক আশি,
  আসবে নেমে হঠাৎ করেই
  মৃত্যু নামের ফাঁসি। 
 
ড.হাঁদারাম প:স্যার,ধন্য আমি
হলাম,
এই বিষয়ে পত্রিকাতে 
লিখবো হাজার কলাম।
এমনতরো গবেষণায় আপনি 
সবার সেরা,
অন্যরা সব গরু-ছাগল-ভেড়া।
ড. জ্ঞানাধার : হে হে হে হে।
একটুখানিক বলতে পেরে 
লাগছে ভালো খুব, 
আরো আরো জটিল কাজে
এবার দেবো ডুব। 
 
ড.হাঁদারাম প:স্যার,জবাব পেলাম মনের মতো
                         প্রশ্ন মনে ছিল যতো।
                         এবার তবে যেতে হবে    
                         সময় হলো শেষ।
ড.জ্ঞানাধার   :বেশ বেশ বেশ বেশ। 
ড.হাঁদারাম প : স্যার, আসবো 
             আবার,জানবো অনেক,
                          অশেষ ধন্যবাদ।
ড.জ্ঞানাধার : ধন্যবাদ, আপনাকে ও 
সব বন্ধুদের
                          কেউ যাবে না  বাদ।
ড.জ্ঞানাধার : বন্ধুরাসব 
ধুমপানের এই
তিন উপকার কেউ কি পেতে
চান?
চাইলে পরে করতে পারেন
সকলে ধূমপান। 
 
ভালো থাকুন , আজ তবে যাই।
                 বাই।
উপরে