Main Logo
আপডেট : ২২ জুন, ২০২৪ ০৮:৩৬

মানুষের মুখ

আলম মাহবুব

মানুষের মুখ
কালো হাতের ভীড়ে ঝাঁপসা অনুবাদ স্বপ্নের
দূরের সাইকেল উড়ে যায় অন্ধকারে
দরজা বন্ধ রেখে ফোটে না 
ভোরের গোলাপ।
গন্তব্য নেই 
সব আলো হুমড়ি খেয়ে পড়ে আছে সিঁড়িতে
বাঁশি তো বাজে না-হৃদয় দোলে না
মুগ্ধতার চারুপাঠে ভেসে ওঠে অলিক ডুবোচর 
রুক্ষ বেদনার শিসে নোনাজলের ঢেউ
বেসামাল ছিঁড়ে পত্রপল্লব বৈশাখের দাবদাহে
সুতোছেঁড়া ঘুড়ি ভেসে যায় একাকী 
জীবনের ভিন্ন স্বরে কোলাহল নেই
নিবিড়তার নৈকট্যে বর্ণহীন সন্ধ্যায় মানুষের মুখ। 
উপরে