Main Logo
আপডেট : ২৩ জুন, ২০২৪ ১০:২৫

জন্ম চাই পুনঃ

রীণা পণ্ডিত

জন্ম চাই পুনঃ
এখনো স্পষ্ট সেই সব স্মৃতি 
সেই যে ভয় পেয়েছিলাম একাত্তরে 
নিষ্পাপ শিশুর শবযাত্রা দেখে
এখনো সেই ভয় পাওয়া জুজুবুড়ি 
তীব্র হানে বুকের অন্ধকারে। 
আমরা তখন নির্বাসিত পাহাড়ে
গৃহহারা উদ্বাস্তু মিছিলে। 
ছিন্ন মানুষের ঢল আকাশ বিদীর্ণ গর্জনে,
মৃত্যুভয়ে কাতর বার বার মিছিলে 
বার বার আশ্রয় খোঁজা বৃক্ষ ছড়ায় 
মাটিতে মিশিয়ে বুক,
গৃহহারা অনাহারী মানুষেরা তবুও জীবন খুঁজে 
মুক্তির স্বপ্নে । 
আকাশপথে বেতারে ভেসে আসে আশার বাণী 
সোনার বাংলার ভোগ দখল পাকসেনার কবলে
মুখোশধারী দেশদ্রোহী বিশ্বাসঘাতক 
কুকুরেরা গোপন মদদপুষ্ট হায়দানাদের প্রহরী 
সযত্নে ভক্ষকদের নৈবদ্যের থালা সাজায় 
প্রাণঘাতী ঈশ্বরও যেন প্রাণ নিলো মিছিলে 
আমি আবার মিছিলে যাব 
কোমল বালিকা সবুজ ছেড়েছি
অন্ধকার তবুও টের পাই,
যুবতীর বুকে কেবল অগ্নিদাহ
আমি পুনঃ জন্ম চাই 
বিজয় মিছিলে ।
উপরে