আপডেট : ২৫ জুন, ২০২৪ ০৭:১২
ঘাট ছাড়া মন অঘাটে নোঙ্গর ফেলে
ফজলুল হক মিলন
আজকাল কেমন জানি উড়তে ইচ্ছে করে
উড়ুক্কু মন
নিজের ভেতর নিজেই
উড়ি- হামাগুড়ি দিই
বুঝি-একটা দমবদ্ধ খিলআঁটা ঘরে আটকে আছি বহুকাল
এ থেকে বেরোবার কোন পথ নেই
প্রেম নেই, কবিতা নেই
অথবা কবিতা নেই, প্রেম নেই।
একটা পাখি খুব করে ডাকে
বুকের গহীনে
কি যে বিরহী ডাক,
জানি পাখিটা ঠিক আমাকেই ডাকে
যেতে পারি না তার কাছে
যেন এক অদৃশ্য শিকলে বাঁধা পড়ে আছি
ছিঁড়তেও পারি না, বেরোনোও হয় না।
একটা সবুজ স্বপ্ন একসময় মাতিয়ে রাখতো
মনের কোণে উজ্জীবিত সে স্বপ্নের হিল্লোল
টের পাই- ডাক পাড়ে, আয়... ছুটি...
আমি তো আসতেই চাই
এ অনন্ত ছুটোছুটি থেকে
একটু ছুটি পেলে -
ছুটোছুটি লুটোপুটি করতাম
স্বপ্নের সাথে স্বপ্নে।
হয়না
না উড়তে পারি, না ছুটতে পারি
ঘাট ছাড়া মন অঘাটে নোঙ্গর ফেলে
-ওরে পাগল মন !