Main Logo
আপডেট : ৩০ জুন, ২০২৪ ০৭:২৪

শিশুশ্রম

ফজলুল হক পরাগ

শিশুশ্রম
যখন তোমার নরম হাতে
থাকার কথা বই
খেলার মাঠে করবে তুমি 
আনন্দে হইচই 
তখন তুমি টানছো বোঝা
ভাঙছো বসে ইট
রৌদ্রেে পুড়া পিঠ!
 
প্যাডেল মেরে রিকশা ভ্যানে 
করছো জীবন ক্ষয়
যারা তোমায় দিচ্ছে ঠেলে
তারা মানুষ নয়
কারখানাতে দিনে রাতে
ভ্যাপসা পরিবেশ 
করছো হাপিত্যেশ! 
 
শিশুশ্রমের মদদদাতা 
কথায় ভারি মিষ্টতা
ঠেকাও তাদের ধৃষ্টতা।
উপরে