Main Logo
আপডেট : ২ জুলাই, ২০২৪ ১০:১৬

স্বপ্নবাসনা

শিশির পাল

স্বপ্নবাসনা
শেষ বিকেলে সূর্যের লালচে আভায়
প্রেমিক প্রেমিকা ঘুরে বেড়ায় যুগলে
বসবে সন্ধ্যার আলো-আঁধারে নিরালায়।
 
চলবে মনের লেনা-দেনা 
মান অভিমানের খেলা স্বপ্নবাসনা
বয়ে যাবে সন্ধ্যা আবেগের ঝড়ে। 
 
দামি পারফিউমের গন্ধে সন্ধ্যা নামলেই
বারের আলোর রোশনাইতে
একে একে অভিমান উপচে পড়ে। 
 
মনের কষ্ট, ঘুঙুরে রিনিঝিনি ঝড় তোলে 
প্রতিরাতে শরীর ভেদ করে উঠে আসে 
অবহেলিত টাকার ওম ।
 
বিছানার চাদরে মোড়ে ভাঙা মন 
লালিত স্বপ্ন দেখে যায়  
রাত  শেষে...
নয়ানজুলি বেয়ে ফিরে আসে স্বপ্নগুলো  
 
প্রতিদিন পাটভাঙা সকাল একপা দুপা করে এসে দাঁড়ায় সদর দুয়ারে 
একমনে চেয়ে দেখে...
গত রাতে কেউ কি লিখে গেছে...
 '' এ কেমন স্বপ্ন-বাসনা''।
উপরে